জন্ম সার্টিফিকেটের অনলাইন আবেদন কি ভাবে করবেন। birth certificate apply online






জন্ম সার্টিফিকেটের অনলাইন আবেদন কি ভাবে করবেন।

এবার খুব সহজেই অনলাইনে জন্ম সার্টিফিকেটের (Online Birth Certificate) জন্য আবেদন করতে পারবেন। এই কাজটি আপনি নিজে বাড়িতে বসে করতে পারেন। জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড নতুন পদ্ধতি চালু হয়েছে।

তবে রাজ্য সরকার চালু করেছে জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন এর পোর্টাল। এখান আবেদন করলে  ডিজিটাল সাটিফিকেট পাবেন।

এই জন্ম মৃত্যু তথ্য পোর্টাল থেকে আপনি জন্ম সার্টিফিকেট অনলাইন (Online Birth Certificate) আবেদন করতে পারবেন। আবার এই পোর্টাল থেকেই জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। 


এই প্রোটালে আবেদন করার কয়েকটি স্টেপ পার করতে হবে। তারপর আবেদন করার কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন জন্ম সার্টিফিকেট।




অনলাইনে জন্ম সার্টিফিকেট কি ভাবে আবেদন করবেন ? 

অনলাইনে জন্ম সার্টিফিকেটের অবেদন করার সময় নিজের কাছে কাগজপত্র রাখবেন।

১) জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য প্রথমে আপনাকে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।


২) এর পর Citizen Service এ ক্লিক করলে এখানে আনেক গুলো অপসেন।


৩) এর পরে Birth এ ক্লিক করে Apply For New Registration এ ক্লিক করবেন।


৪) এরপর নিজের মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করলে এখানে একটি ফর্ম পাবেন।এর ফর্মটি ভালো ভাবে পুরন করতে হবে যেমন।

এই ফর্মে প্রথমে নবজাত শিশুর নাম ও পদবী দিতে হবে। তার পর জন্ম তারিখ, লিঙ্গ দিবেন। এরপর শিশুর জন্ম স্থান, রাজ্য ও জেলা সংক্রান্ত তথ্য দিতে হবে। জন্মস্থান হাসপাতাল হলে, জেলা, ব্লক বা পুরসভা, সরকারি বা বেসরকারি হাসপাতালের অপশন ঠিকমতো বেছে নিলেই একটা লিস্টে হাসপাতালের নাম চলে আসবে, সেখান থেকে ঠিক হাসপাতালটি বেছে নেওয়া যাবে।

এরপর শিশুর পিতার তথ্য দিবেন।

এই ফর্মে শিশুর বাবা যাবতীয় তথ্য দিতে হবে। যেমন - নাম পদবী এবং পরিচয় পত্রের স্ক্যান কপি দিতে হবে (সাইজ ২৫০  kb নীচে)। 


তার পর শিশুর মাতার তথ্য দিবেন।

যেমন:- নাম ও পদবী মোবাইল নাম্বার ঠিকানার পরিচয় পত্রের স্ক্যান কপি দিতে হবে । 

এরপর শিশুর জন্মের সময় মাতার ঠিকানা দিতে হবে।পরে আবার মাতার স্থায় ঠিকানা দিতে হবে।

এর পর বাবা-মায়ের শিক্ষাগত যোগ্য়তা, ধর্ম, পেশা সংক্রান্ত তথ্য দিতে হবে। এছাড়া, বাকি যা যা তথ্য় রয়েছে সেগুলোও ঠিক মতো দিতে হবে। 


এছাড়া হাসপাতাল থেকে দেওয়া নবজাতকের ডিসচার্ড সার্টিফিকেটও আপলোড করে সাবমিট করতে হবে।

 এরপর একটি অ্যাকনলেজমেন্ট নম্বর মিলবে, সেটা রেখে দিতে হবে।এই অ্যাকনলেজমেন্ট দিয়ে আবেদন চেক করতে পারবেন। জন্ম সার্টিফিকেট তৈরি হয়ে গেলে মোবাইলে মেসেজ আসবে। তখন ফোন নম্বর ও অ্যাকনলেজমেন্ট নম্বর দিলেই ডাউনলোড করা যাবে জন্ম শংসাপত্র। এই ভাবে আবেদন করতে পারবেন।


Official website link: https://janma-mrityutathya.wb.gov.in/



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.