ATM Machine : QR CODE স্ক্রেন করে এটিএম মেশিন থেকে তুলা যাবে টাকা। কি ভাবে তুলতে পারবেন?

 




ATM card দিয়ে ATM মেসিন থেকে অনেক টাকা তুলেছেন। এবার আন্য ভাবে টাকা তুলতে পারবেন। আমাদের প্রোযোজন মতো atm card দিয়ে টাকা তুলতে পারি। এবার ভারতে চালু হতে চলেছে আরো এক সুবিধা upi মধ্যেমে টাকা তুলতে পারবেন। যেখানে কোন ডেবিট কার্ড লাগবেনা । এবার atm card ছাড়াই QR CODE দিয়ে টাকা তুলতে পারবেন । এই পদ্ধতিতে ফলে জালিয়াতির সংখ্যা অনেক কম হতে পারে।কারন এটিতে কোন কার্ড ব্যবহার করতে হবে না। কার্ড ছাড়াই টাকা তুলা যাবে। 

   লেনদেনের ক্ষেত্রে সুরক্ষা বাড়বে বলে হিতাচি পেমেন্ট সার্ভিসেসের তরফে জানানো হয়েছে। হিতাচি পেমেন্ট সার্ভিসেসের (Hitachi Payment Service) তরফে বলা হয়েছে, আপাতত দেশের তিন হাজারের বেশি এটিএমে এই পরিষেবা দেওয়া হবে। অর্থাত্‍ দেশের তিন হাজারের বেশি এটিএমে ডেবিট কার্ড ছাড়াই কিউআর কোড (QR Code) স্ক্যান করে টাকা তুলতে পারবেন সকলে।


কীভাবে ইউপিআই এটিএম (UPI-ATM) থেকে টাকা তুলতে হবে?

প্রথমে এটিএমে গিয়ে স্ক্রিনে ইউপিআই (UPI Cardless Cash) লেখা দেখতে পাবেন । সেখানে একবার ক্লিক করবেন  তার পরে কত টাকা তুলতে চান, সেখানে বিভিন্ন ধরনের টাকার অপসেন দেখতে পাবেন ‌। যেমন - 500,1000, 2000, 2500, 3000, 4000 ,5000 । এই টাকার মধ্যে তুলতে চাইলে আপনার পছন্দ মতো বেছে নিতে হবে। যদি এর থেকে বেশী বা কম টাকা তুলতে চান তাহলে Others Amount-এ ক্লিক করতে হবে। যে পরিমাণ টাকা তুলতে চান, সেটা দিতে হবে। এরপর স্ক্রিনে কিউআর কোড (QR Code) আসলে নিজের ফোনের ইউপিআই (UPI) অ্যাপ খুলে কিউআর কোড (QR Code) স্ক্যান করতে হবে। সেই সঙ্গে বেছে নিতে হবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপর কনফার্ম (Confirm)-এ ক্লিক করতে হবে আপনাকে। Confirm to withdraw cash অপশন আসলে Proceed-এ ক্লিক করতে হবে। তারপর UPI পাসওয়ার্ড দিলেই মিলবে টাকা। এই ভাবে QR CODE দিয়ে টাকা তুলতে পারবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.