গুগল ড্রাইভ দিয়ে ডকমেন্ট স্ক্যান কি ভাবে করবেন ? জেনেনিন পদ্ধতিটি!



আমরা ডকমেন্ট স্ক্যান করার জন্য মোবাইলে অনেক ধরনের app গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে থাকি। তবে সেই সুবিধাকে আরো সহজ করলো গুগল ড্রাইভ। এবার গুগল ড্রাইভ দিয়ে স্ক্যান করতে পারবেন। 



শিক্ষার্থীদের পাশাপাশি কর্মক্ষেত্রেও এটি দারুণ সুবিধা  হতে পারে। অনেকেই পিডিএফ ফাইল ওপেন করার জন্য গুগল ড্রাইভ ব্যবহার করেন। এর সাথে যদি স্ক্যান করার সুবিধা পাওয়া যায় তাহলে তো কথাই নেই। তবে গুগল ড্রাইভ দিয়ে এই স্ক্যান করার সুবিধা আইফোন, আইপ্যাড ও ডেস্কটপে কাজ করবে না।



তবে কি ভাবে গুগল ড্রাইভ দিয়ে স্ক্যান করবেন :-


১) সবার প্রথমে আপনারা মোবাইলের গুগল ড্রাইভ ওপেন করবেন।


২) তার পরে হোম স্ক্রিনে নিচে (+) চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। সেখান অনেক গুলো অপসেন দেখতে পাবেন।


৩) এবার সেখানে থেকে স্ক্যান অপশনে ক্লিক করবেন।


৪) এবার যেই ছবি বা কাগজপত্র স্ক্যান করবেন সেটি ক্যাপচার করবেন।

৫) এখানে আপনি ওই ছবি বা কাগজপত্র ক্রপও করে  অ্যাডজাস্ট করতে পারবেন এবং সেটি যদি টিক না হয় তাহলে রিফ্রেস করে আবার ক্লিক করতে পারবেন।


৬)  স্ক্যান করা হয়ে গেলে ডান অপশনে ক্লিক করুন।


এইভাবে আপনার মোবাইলে স্ক্যান করা কাগজপত্র সেভ হয়ে যাবে। এ ছাড়া আপনি যদি চান গুগল ড্রাইভ খুলতেই দ্রুত সব কাগজপত্র গুলো যাতে চোখে পড়ে এর জন্য শটকাট তৈরি করতে পারবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.