Job update:গ্রাম পঞ্চায়েতে ৬৬৫২টি শূন্যপদে বিশাল নিয়োগ- কী যোগ্যতা ?

 


গ্রাম পঞ্চায়েতে ৬৬৫২টি শূন্যপদে বিশাল নিয়োগ- কী যোগ্যতা ?

পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়ে শূরু হচ্ছে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে বিশাল নিয়োগ । শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। রাজ্য সরকার এবার বিভিন্ন পদে প্রচুর নিয়োগ করতে চলেছে।




ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিষয়ে সরকারি তরফে ঘোষণা হয়ে গিয়েছে। জানা গিয়েছে মোট ৬৬৫২টি শূন্যপদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। জেলা স্তরের নির্বাচনী কমিটির মাধ্যমেই এই পদে নিয়োগ পরিচালিত হবে।



কোন কোন পদে এবং কোন জেলায় কতটি শূন্যপদ আছে?

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বিভিন্ন পদে আলাদা আলাদা শূন্যপদে পৃথক পৃথক জেলায় নিয়োগ হবে। তবে বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে নিম্নলিখিত পদগুলির জন্যেই মূলত নিয়োগ হবে।

এবার দেখে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ হবে।

) এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি



২) অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন



৩) গ্রুপ ডি- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার



৪) অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট


৫) ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট


৬) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিকাল বা সিভিল)


৭)পরিষদ পাবলিক হেলথ অফিসার, সিস্টেম ম্যানেজার


৮) কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট





দেখে নেওয়া যাক কোন জেলায় কতগুলি শূন্যপদ আছে।


কোচবিহার – ১৫১টি শূন্যপদ 

দক্ষিণ দিনাজপুর- ৩৩১টি শূন্যপদ 

দার্জিলিং- ৫৩৯টি শূন্যপদ 

হুগলি – ১০৪টি শূন্যপদ 

হাওড়া- ১০৩টি শূন্যপদ 

জলপাইগুড়ি- ১৫১টি শূন্যপদ 

ঝাড়গ্রাম- ২০০টি শূন্যপদ 

কালিম্পং – ১৫১টি শূন্যপদ 

মালদা- ১০২টি শূন্যপদ 

মুর্শিদাবাদ – ১৩৩টি শূন্যপদ 

নদিয়া – ৪৮৬টি শূন্যপদ 

উত্তর ২৪ পরগণা – ৩৭৯টি শূন্যপদ 

পশ্চিম বর্ধমান – ৪৮৫টি শূন্যপদ 

পশ্চিম মেদিনীপুর – ৯৭টি শূন্যপদ 

পূর্ব বর্ধমান – ২৩৮টি শূন্যপদ 

পুর্ব মেদিনীপুর – ২৩৮টি শূন্যপদ 

পুরুলিয়া – ৩১১টি শূন্যপদ 

দক্ষিণ ২৪ পরগণা- ৪৮৪টি শূন্যপদ 

উত্তর দিনাজপুর – ২০০টি শূন্যপদ 

শিলিগুড়ি মহকুমা – ২৫টি শূন্যপদ 

এই পদে নিয়োগের বিষয়ে সমস্ত তথ্য জানা যাবে www.prd.wb.gov.in ওয়েবসাইটে। তবে জানিয়ে রাখি আবেদন করার আগে ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া ভালো।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.