১ মিনিটে রেশন কার্ড ঠিক করুন? নিজের মোবাইল দিয়ে!

 






 

১ মিনিটে রেশন কার্ড ঠিক করুন? নিজের মোবাইল দিয়ে! 


 

যদি আপনাদের রেশন কার্ড ভুল থাকে তাহলে আপনি কি ভাবে রেশন কার্ড ঠিক করবেন। আপনার রেশন কার্ড মাত্র ১ মিনিটে রেশন কার্ড ঠিক করতে পারবেন।




কি ভাবে রেশন কার্ড ঠিক করবেন?

রেশন কার্ড ঠিক করতে হলে আপনাকে অবশ্যই এই প্রতিবেদনটি পড়তে হবে। তা নিচে আলোচনা করা হলো।-





রেশন কার্ড ঠিক করার জন্য প্রথমে আপনার মোবাইলের গুগোল ক্রোম ব্রাউজারটি খুলতে হবে।

তার পর সার্চ বারে লিখতে হবে wbpds এটি লিখে সার্চ করলে নিচে অনেক গুলো অপসেন দেখতে পাবেন। তার পর

এই অপশনটি তে ক্লিক করবেন।


তার পর রেশন কার্ড ঠিক করার জন্য রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে পাবেন ।

তার পর এখানে অনেক গুলো অপসেন দেখতে পাবেন
সেখান থেকে বেছে নিতে হবে 
RATION CARD নামে যে অপশনটি ।




এই অপশনটিতে ক্লিক করলে পরবর্তী নতুন একটি পেজ আসবে। সেখান থেকে বেছে নিতে হবে।




Rectify Name Age & Gender As Per Aadhaar

এই অপশনটি তে ক্লিক করলে পরবর্তী অবারো নতুন পেজ খুলে যাবে । তার পর




দেখতে পাবেন এখানে আপনার যে রেশন কার্ড ভুল আছে সেই রেশন কার্ড নাম্বারটি লিখবেন।
রেশন কার্ড নম্বর লিখে সার্চ করলে রেশন কার্ডের পুরো ডিটেল্ট দেখতে পাবেন।
এর পর পরবর্তী অপসেন গুলো আস্তে আস্তে কমপ্লিট
করলে আপনার রেশন কার্ড ঠিক করতে পারবেন।










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.