সুকন্যা সমৃদ্ধি যোজনা বিনিয়োগ করার আগে জেনে নিন।

 



সুকন্যা সমৃদ্ধি যোজনা সরকার চালু করেছে কন্যাসন্তানের জন্য।
কন্যাসন্তানের ভবিষ্যত্‍ সুরক্ষিত করার পাশাপাশি অভিভাবককে মেয়ের শিক্ষা এবং বিয়ের খরচ বাঁচাতে উত্‍সাহ দেওয়াই সরকারের লক্ষ্য। তবে এই প্রকল্প নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।




বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে কত % সুদ দেয় ।  জানিয়ে রাখি এই স্কিমে সরকার ৮ শতাংশ হারে সুদ দেয়। 



তবে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন।
১০ বছরের কমবয়সী কন্যাসন্তানের নামে এই স্কিমে   অ্যাকাউন্ট খুলতে পারেন মা-বাবা। এই স্কিমে বিনিয়োগের করার আগে কয়েকটা জিনিস  জেনে রাখা ভালো। 


২১ বছরের লক ইন পিরিয়ড। অর্থাত্‍ ২১ বছর আগে টাকা তোলা যাবে না। যদি জরুরি খরচের জন্য অর্থের প্রয়োজন হয় । যেমন অকালমৃত্যুর মতো যদি কোন দুর্ঘটনায় ঘটে তাহলে  প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়।


তবে এই প্রকল্পে কত টাকা রাখা যাবে ।
বছরে সর্বনিম্ন ২৫০ টাকা বা সর্বাধিক ১.৫ লক্ষ টাকা এই একাউন্টে জমা করতেই হবে। তবে এই প্রকল্পে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত বার্ষিক ন্যূনতম টাকা জমা করা বাধ্যতামূলক।


সুকন্যা সমৃদ্ধি যোজনা শুধু মাত্র কন্যাসন্তানের জন্য।এই প্রকল্পে কোন ছেলে বা পড়িবারের অন্য কেউ এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।


এই স্কিমে বিনিয়োগে কর সুবিধা পাওয়া যায় তবে বিনিয়োগের উপর অর্জিত সুদ করযোগ্য। তবে এই প্রকল্পে মেয়াদ পুরনের আগে টাকা তুলে নিলে জরিমানা দিতে হবে, এবং ট্যাক্সের সুবিধাও মিলবে না।

এই প্রকল্পের আবেদন করতে পারবেন ব্যাঙ্ক বা পোস্ট অফিসে। 




















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.